বিনোদন ডেস্ক : ঢাকার খুব কাছের একটি মাদকাসক্ত পুর্নবাসনকেন্দ্রে ভর্তি করা হয়েছে নোবেলকে। এ তথ্য নিশ্চিত করেছে নোবেলের পরিবার। চলতি বছরের এপ্রিলেই গানের মঞ্চে মাতলামি করে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিলেন সংগীতশিল্পী নোবেল। কয়েক মাস বিরতির পর আবার মিডিয়ায় আলোচনায় আসেন ফেসবুকে নতুন প্রেমের অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ করে।
এরপরই নতুন আরও একটি স্ট্যাটাস ভক্তদের সঙ্গে শেয়ার করেন নোবেল। ওই স্ট্যাটাসে নোবেল জানিয়েছেন, রোববার (১৯ নভেম্বর) বিয়ে করেছেন নোবেল। পাত্রী ফারজানা আরশি। এদিকে বিয়ের কথা অস্বীকার করে আরশি বুধবার (২২ নভেম্বর) বিকেলে ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে নোবেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন আরশি।
নোবেলের পোস্ট করা অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রসঙ্গে আরশি জানান, ‘নোবেল জোর করে নেশা করিয়ে ছবিগুলো তুলেছে। নোবেলের সাথে আমার বিয়ে হয়নি এবং কোনো সম্পর্কও নেই। আমি পরিবেশ এবং পরিস্থিতির শিকার।’
তবে তার কিছুক্ষণ পরেই আরশি তার পোস্টটি ডিলেট করেন। আরশির জন্য ফেসবুক লাইভে আসতে দেখা যায় তার স্বামী নাদিম আহসানকেও। ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়ে নাদিম জানান, আরশি নাদিমকে স্বামী হিসেবে সরাসরি অস্বীকার করে, তার সঙ্গে আসতে চায়নি।’
এ ঘটনার পরই নাদিমের পরিবার মাদকাসক্ত নাদিমকে রিহ্যাবে ভর্তি করেন। আর খুলনা থেকে তুলে নিয়ে আসা আরশিও এ সুযোগে দ্রুত বাড়ি ফিরে যান।
কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৪