সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ট্রাক ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকসার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রিকসার আরো চার কলেজ পড়ুয়া যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপূরে উপজেলার গোডাউনপাড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় রিকসাটি দুমড়ে-মুছড়ে গেছে। তবে ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহতের নাম সিদ্দিক ইসলাম (৪৫)। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বনগ্রামে চকরঘুগ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। সিদ্দিক ব্যাটারি চালিত অটোরিকসা চালাতেন। আহত শিক্ষার্থীরা সাপাহার ও পত্নীতলা উপজেলার বিভিন্ন গ্রামের। জানা গেছে, সাপাহার মহিলা ডিগ্রী কলেজ থেকে অটোরিকসা যোগে কলেজ পড়ুয়া মেয়ে আয়েশা খাতুন ও তার মেয়ের সহপাটি নিতু খাতুন, সুমাইয়া খাতুন ও মেশকাত জাহানকে নিয়ে গ্রামের বাড়ী ফিরছিলেন সিদ্দিক।
রিকসাটি গোডাউনপাড়া মোড়ে পৌঁছিলে বিপরীত দিক হতে এসে একটি ট্রাক এর সাথে অটোরিকসাটিকে ধাক্কা দেয়। এতে রিকসাটি দুমড়ে-মুছড়ে গিয়ে চালকসহ ৫জন শিক্ষার্থীরা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থালের পাশেই থাকা সাপাহার ফায়ার সার্ভিসের ডিফেন্স সদস্যরা এবং স্থানীয়রা সংবাদ পেয়ে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসেন।
এ সময় কর্তব্যরত চিকিৎসক চালক সিদ্দিককে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানান, ট্রাকচালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ট্রাকটিকে জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৫