স্পোর্টস ডেস্ক : বাউন্ডারি হাঁকিয়ে পাওয়ার-প্লেতে ভারতের রানসংখ্যা বাড়িয়ে নিচ্ছিলেন রোহিত। গ্লেন ম্যাক্সওয়েলের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়েই ফাঁদে পড়েন তিনি। ৩০ গজের বাইরে ধরা পড়েন ট্রাভিস হেডের হাতে। ৩১ বলে ৪৭ রান করেন ভারত ওপেনার। তার ইনিংসে আছে ৪টি চার ও ৩টি ছয়ের মার।
এর আগে প্রত্যাশা মেটাতে পারেননি শুভমান গিলও। মাত্র ৪ রান করে আউট হন তিনি। ৪.২ ওভারে দলীয় ৩০ রানে মিচেল স্টার্কের বলে অ্যাডাম জাম্পাকে ক্যাচ দেন এ ওপেনার। শর্ট লেন্থের বলে বুঝে উঠতে না পেরে ভুল শট খেলে মিডঅনে ধরা পড়েন তিনি। আউটের পরে নিজের ওপরেই খানিকটা ক্ষোভ ঝাড়েন গিল।
কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:০০