স্পোর্টস ডেস্ক : েবুধবার (১৫ নভেম্বর) চলতি ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। টস জিতে ব্যাট করছে রোহিত শর্মার দল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২১৪ রান। বিরাট কোহলি ৭১ বলে ৬৫ ও শ্রেয়াস আইয়ার ১৫ বলে ১৯ রানে অপরাজিত আছেন।
ব্যাট করতে নেমে এদিন শুরু থেকেই মারকুটে ছিলেন রোহিত। গিলকে নিয়ে ৮ ওভারের মধ্যে দলের খাতায় ৭০ রান যোগ করেন তিনি। তবে ভাগ্য সহায় না হওয়ায় ফিফটি থেকে ৩ রান দূরে থেকে মাঠ ছাড়তে হয় তাকে। ২৯ বলে ৪ ছক্কা ও ৪ চারের মারে ৪৭ রান করে টিম সাউদির শিকার হন রোহিত।
অপরপ্রান্তে দাঁড়িয়ে ফিফটি তুলে নেন গিল। ৪১ বলে ৭ চার ও ১ ছক্কায় ফিফটি হাঁকিয়ে তিনি হাঁটতে থাকেন সেঞ্চুরির পথে। বিরাট কোহলির সঙ্গে জুটি গড়ে তুলোধুনো করতে থাকেন কিউই বোলারদের। কিন্তু ২৩তম ওভারে মিচেল স্যান্টনারের বল মোকাবিলা করতে গিয়ে পায়ের মাংসপেশিতে টান লাগে গিলের। দলের চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা দিলেও খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না তিনি। শেষমেশ সতীর্থদের গায়ে ভর দিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
৬৫ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭৯ রান করেছেন তিনি। সুস্থ হয়ে মাঠে ফিরে নিজের সেঞ্চুরি পূরণ করতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়। তিনি যখন ক্রিজ ছাড়েন তখন ভারতের সংগ্রহ ২২.৪ ওভারে ১৬৪ রান। আজ মুম্বাইয়ের পিচে যেভাবে ব্যাট করছে ভারতের ব্যাটাররা, তাতে সংগ্রহটা ৪০০ ছাড়িয়ে যাওয়ার কথা।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।
নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৯