আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে হকি খেলার টুর্নামেন্ট স্ট্যানলি কাপ ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমন ঘটনা ঘটিয়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় হোয়াইট হাউসে স্ট্যানলি কাপের ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল। প্রথা অনুসারে সেখানে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে পরিচয় করিয়ে দিতে গিয়ে তাকে প্রেসিডেন্ট বলে বসেন বাইডেন। তিনি বলেন, স্ট্যানলি কাপ-২০২৩ সালের বিজয়ী ভেগাস গোল্ডেন নাইটসসহ আপনাদের সবাইকে হোয়াইট হাউসে স্বাগত। আমরা যেন এই অনুষ্ঠান ঠিকভাবে শেষ করতে পারি, তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট হ্যারিস এখানে উপস্থিত রয়েছেন।
কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১২