ডেস্ক নিউজ : রাজধানীর নবাবপুরে একটি নির্মাণাধীন বাড়ির পরিত্যক্ত জায়গা থেকে ৬টি ককটেল, স্প্লিন্টার ও কেরোসিন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। অভিযানের আগেই তিন যুবক কৌশলে পালিয়ে গেছে।
আরিফুর রহমান বলেন, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে আসি। এসে দেখি বাড়িতে যে তিনজন লোক ছিলেন তারা চলে গেছেন। এখন তথ্য যাচাই এবং সিসি ফুটেজ বিশ্লেষণ করে বিস্তারিত পরে জানানো হবে। র্যাবের এ কর্মকর্তা বলেন, আমরা বোমা ডিস্পোজাল ইউনিটকে খবর দিই। তারা আসার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে এগুলো ধ্বংস করে। প্রাথমিকভাবে র্যাব ধারণা করছে, দেশের রাজনৈতিক পরিবেশকে আরও অস্থিতিশীল করতেই এই বিস্ফোরকদ্রব্য আনা হয়েছিল।
কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৮