আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (১৪ নভেম্বর) টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর গোলানি ব্রিগেডের সেনারা ফিলিস্তিনি পার্লামেন্ট দখল করেছে। এরপর তারা পার্লামেন্টে প্রবেশ করে ইসরাইলি পতাকার সঙ্গে বেশ কিছু ছবিও তুলেছেন।
এরপর ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেন, ‘গাজা উপত্যকার নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস’। তার কথা বলার পরই এই ছবিটি প্রকাশ্যে এসেছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘হামাস গাজার নিয়ন্ত্রণ হারিয়েছে। সন্ত্রাসীরা দক্ষিণ গাজায় পালিয়ে গেছে আর ইসরাইলি সেনারা হামাসের ঘাঁটি দখল করেছে।’
গ্যালান্ত আরও বলেন, ‘ইসরাইলি বাহিনীকে বাধা দেয়ার কোনও ক্ষমতা হামাসের নেই। আইডিএফ সবদিক থেকেই তাদের চেয়ে এগিয়ে। হামাসের ওপর গাজার সাধারণ নাগরিকরা আস্থা হারিয়েছেন।’
গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল। এতে এখন পর্যন্ত ১১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে শিশুই সাড়ে চার হাজার।
কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৪০