স্পোর্টস ডেস্ক : মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসন্ন ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালের টিকিট কালোবাজারির অভিযোগ উঠেছে। এই অভিযোগে একজনকে গ্রেফতারো করা হয়েছে। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
কালোবাজারে বেশি দামে টিকিট বিক্রির অভিযোগে আকাশ কোঠারি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়া তার হোয়াটসঅ্যাপ ম্যাসেজ অনুযায়ী জানা গেছে, আসল দামের চার থেকে পাঁচগুণ বেশি দামে বিক্রি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টিকিট। ২৭ হাজার থেকে প্রায় আড়াই লাখ টাকার মধ্যে এসব টিকিট বিক্রি করছেন তিনি।
এই ব্যক্তির নামে অভিযোগ ওঠার পর মালাদে তার নিজের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাকে জেজে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, কোঠারিকে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ৫১১ ধারা অনুযায়ী আটক করা হয়েছে। ৪২০ ধারায় প্রতারণা বা অসাধুভাবে প্ররোচিত করার শাস্তির বিষয়ে ও ৫১১ ধারায় শাস্তির সময়কাল নিয়ে ব্যাখ্যা করা হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ”মূল দামের চেয়ে চার-পাঁচ গুণ বেশি দামে সেই ব্যক্তি টিকিট বিক্রি করছিলেন। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ৫১১ ধারা অনুযায়ী প্রতারণা ও অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।’কোঠারিকে গ্রেফতারের পর এখন তার সঙ্গীদেরও খোঁজ করছে পুলিশ। তিনি কোথা থেকে এই টিকিট কিনেছিলেন এবং কোনো চক্রের সঙ্গে জড়িত কি-না, তারও খোঁজ করা হচ্ছে।
কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৫