জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ‘উন্নত-সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেধাবী ৭৫০জন শিক্ষার্থীদের মাঝে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থ বছরের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি টাউন হলের অডিটোরিয়ামে এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলেদেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
এসময় পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মো.হারুনুর রশিদ, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শানে আলম,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.দিদারুল আলম, খাগড়াছড়ি পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.মজিবুল আলম সহ পদস্থ কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলার ৭৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৯ উপজেলা থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিজনকে ১০ হাজার টাকা করে ৪০০ জন ও কলেজ পর্যায়ের প্রতিজনকে ৭ হাজার টাকা করে ৩৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়। এরমধ্যে খাগড়াছড়ি সদর উপজেলা ২৯৩ জন, দীঘিনালা ১১১ জন, লক্ষ্মীছড়ির ২৭ জন, মহালছড়ি ৫৫ জন, মাটিরাঙ্গা ৯৬ জন, গুইমারা ৪২ জন, পানছড়ি ৬৬ জন, মানিকছড়ি ৩১ জন ও রামগড় উপজেলা থেকে ২৯ জনসহ সর্বমোট ৭৫০ জন শিক্ষার্থীদের মাঝে ৬৪ লাখ ৫০ হাজার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
প্রধান অতিথি,র বক্তব্যে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্বত্য এলাকার জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন আর তারই কারণে আজ এই বোর্ডের মাধ্যমে প্রতিবছর অসংখ্য মেধাবী শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি পাচ্ছে আর উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।
কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৩,/রাত ১০:৫০