রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে চেতনানাশক ঔষধ স্প্রে করে মোটরসাইকেল ও টাকা চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাচোর ইউনিয়ন ভাংবাড়ী গ্রামের রমজান ও বেলালের বাড়ীতে আজ বুধবার ৮ নভেম্বর দিবাগত রাতে । স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল মঙ্গলবার সকালে রমজানের পরিবার রান্না করে বাড়ীর সকল সদস্যরা একসাথে খাওয়া করে বিভিন্ন কাজে সবাই বেরিয়ে যায় ।
কিছুক্ষণ পর পরিবারের সকল সদস্যরা ঘুম ঘুম অনুভব করে এবং কয়েকজন ঘুমিয়েও যায়। বিষয়টি সন্দেহ হলে বাড়ীর লোকজন সহ প্রতিবেশী কয়েকজনকে অবগত করেন রমজানের ছেলে বকুল । ঐদিন দিবাগত রাতে তার বাড়ী থেকে একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল সহ ২ লক্ষাধিক টাকা চুরি হয়ে যায় । এদিকে একই এলাকার বেলালের বাড়ীতে স্বামী স্ত্রী সহ সারাদিন ঘুমন্ত অবস্থায় পাওয়া গেছে তবে তার বাড়ী থেকে কোন কিছু চুরি হয়নি বলে তার পরিবার নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বকুলকে জিজ্ঞেস করা হলে সে বলেন গতকাল সকালে যখন তার স্ত্রী রান্না করতে যায় তখন খাওয়ার লবনের রং পরিবর্তন দেখা দিয়েছিলো কিন্তু সে স্বভাবিক মনে করে প্রতিদিনের ন্যায় সেই লবন রান্নার কাজে ব্যবহার করে খাওয়া দাওয়া সম্পন্ন করে সেখানেই হয়তো স্প্রে করেছিলো বলে তার ধারণা,এখন পর্যন্ত তার পরিবারের ২ জন সদস্য ঘুমাচ্ছে বলে তিনি জানান। এবিষয়ে রানীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডলের সাথে কথা হলে তিনি বলেন এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি । অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৩