মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : “উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি” এই প্রতিপাদ্যে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স জয়পুরহাট জেলা কমিটির আয়োজনে গণ প্রকৌশল দিবস ২০২৩ ও আইডিইবি’র ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।এ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় জয়পুরহাট জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে ডিপ্লোমা ইঞ্জিনীয়ার গণ অংশ গ্রহন করেন।
র্যালী শেষে জেলা প্রশাসনের কার্যালয়ে সামনে শহীদ মিনা চত্ত্বরে বক্তব্য দেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স এর জয়পুরহাট জেলা কমিটির সভাপতি রেজাউল আলম সিদ্দিক, সহ-সভাপতি রাসেল চৌধুরী, সঞ্জিত চন্দ্র চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, অর্থ সম্পাদক রায়হান কবির, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও চাকরী বিষয়ক সম্পাদক পুলক কুমার সরকার।
কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৩/দুপুর ২:৫০