এম. এ. রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পানিতে ডুবে রজনী খাতুন (৭) নামে শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে পলুয়া গ্রামের রেজাউল ইসলামের মেয়ে ও একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। এদিকে এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের মামা লিটন হোসেন চৌগাছা সরকারি মডেল হাসপাতালে সাংবাদিকদের জানান, রজনী পলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। ঘটনার দিন দুপুরে তার পিতা রেজাউল ইসলাম (আমার ভগ্নিপতি) জাল নিয়ে বাড়ীর পাশে নিজের পুকুরে মাছ ধরতে যায়। এ সময় সে বাবার পিছু নিয়ে পুকুরে যায়। মাছ ধরা শেষে বাড়ী ফিরে জানতে পারে তার ছোট মেয়ে পুকুরের দিকে গেছে। পরে অনেক খোজাখুজি করে জানতে পারে রজনী পুকুরের ধারে খেলছিলো। পুকুরের পানিতে তার গায়ের জামা ভেসে উঠতে দেখে। স্থানীয় লোকজনের সহযোগীতায় তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে আসে।সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসকশাহিদুর রহমান ইমন বলেন,হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উবাইদুল ইসলাম সবুজ বলেন, পলুয়া গ্রামে পানিতে ডুবে রজনী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আমি হাসপাতালে গিয়েছিলাম ঘটনাটি সত্যিই দুঃখ জনক। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:১২