লাইফ ষ্টাইল ডেস্ক : চুল সোজা হলে যত্ন নেওয়া যতটা সহজ হয়, কোঁকড়া চুলের ক্ষেত্রে সেটা বেশ কঠিন হয়ে যায়। একমাথা কোঁকড়া চুল দেখতে মন্দ না লাগলেও সমস্যা হল কোঁকড়া চুল সহজেই উসকোখুসকো হয়ে যায়। এছাড়া কোঁকড়া চুলে জট পড়ার প্রবণতা সবচেয়ে বেশি। সোজা চুলে যে ভয়টা একেবারেই নেই।
প্রকৃত যত্নের অভাবে কোঁকড়া চুল আরও নষ্ট হয়ে যেতে পারে। এ ছাড়া অনেকেই সারা দিনে বিভিন্ন কাজ নিয়ে এত ব্যস্ত থাকেন যে, বাড়তি নজর দিয়ে কোঁকড়া চুলের যত্ন নেওয়া হয়ে ওঠে না। তবে ঘরোয়া উপাদানে সহজ কয়েকটি প্যাকের মাধ্যমে কোঁকড়া চুলের যত্ন নিতে পারেন সহজেই।
শরীরের যত্ন নিতে এই দুটি উপকরণের জুড়ি মেলা ভার। তবে কোঁক়ড়া চুলের যত্নেও ডিম এবং অলিভ অয়েল ব্যবহার করতে পারতে পারেন। অলিভ অয়েল, সামান্য অ্যাভোকাডো অয়েল, নারকেল তেল এবং ডিমের সাদা অংশ একসঙ্গে ফেটিয়ে প্যাক বানিয়ে নিন। কোঁকড়া চুল মসৃণ রাখতে এই প্যাকের উপর ভরসা রাখতে পারেন।
টক দই আর আপেল সিডার ভিনেগার কোঁকড়া চুলের খেয়াল রাখতে পারে। এই দুটি উপকরণ একসঙ্গে মিশিয়ে বাড়িতেই প্যাক বানিয়ে নিন। চুলে লাগিয়ে ঘণ্টাখানেক রেখে ধুয়ে ফেলুন। চুল কোমল এবং মসৃণ হবে।
রান্নার নানা টুকিটাকি কাজে বেকিং সোডার ব্যবহার হয়েই থাকে। তবে কোঁক়়ড়া চুলের দেখাশোনাতেও বেকিং সোডা কম উপকারী নয়। শ্যাম্পুর মধ্যে খানিক বেকিং সোডা মিশিয়ে মাখলে সত্যিই উপকার পাওয়া যাবে। চুলের গোড়াও শক্ত হবে।
কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৭