স্পোর্টস ডেস্ক : আজ নিজের জন্মদিনটা রাঙাতে ফিফটি করলেন বিরাট কোহলি। কলকাতার ইডেন গার্ডেনসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৭ বলে ফিফটি পূর্ণ করেন বিরাট। ৫টি চার এসেছে তার ব্যাট থেকে।
ভারতের ইনিংসটা শুরু হয় দারুণভাবে। রোহিতের ২৪ বলে ৪০ রানের ঝড়ে পাওয়ারপ্লেতে ৯১ রান জড়ো করে ভারত। শুবমান গিলের বিদায়ের পর রানের গতিতে কিছুটা ভাটা আসে ভারতে। ২৮.২ ওভার শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১৬৫ রান।