মোঃ আমজাদ হোসেন রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বেলপুকুরিয়া থানাধীন স্বরুপ নগর গ্রামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা নিজে বাদী হয়ে গত-(২ নভেম্বর) রাজশাহী কোর্টে অভিযুক্ত মোঃ রাজিবসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন অপহরণের শিকার ওই ছাত্রীর-(১২) বাড়ি রাজশাহী পুকুরিয়া থানাধীন স্বরুপ নগর গ্রামে। গত-(২৪ অক্টোবর) প্রাকৃতিক ডাকে বাড়ির থেকে বের হলে চারজন তাকে অপহরণ করে নিয়ে যান বলে মামলার এজাহারে বলা হয়েছে।
মামলার আসামিরা হলো- ১, মোঃ রাজীব (২৮) ২,মোঃ হাসিবুর (৩৫)৩,মোঃ আঃ মান্নান (৪২) ৪,মোঃ আঃ হান্নান (৩৮)সর্ব পিতা-মৃত আঃ মাজেদ,সর্ব গ্রাম-স্বরুপ নগর থানা-বেলপুকুরিয়া জেলা-রাজশাহী ।
কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৩/বিকাল ৪:৪২