শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট নগরের কালীঘাটস্থ ভক্তবৎসল ভগবান শ্রীশ্রী নৃসিংহদেব জিউর আখড়া প্রাঙ্গণে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীশ্রী নৃসিংহদেব জিউর আখড়াটির জরাজীর্ণ অবস্থা নিরসনকল্পে সংস্কার, সংরক্ষণ, নির্মাণ কমিটি পুনর্গঠনসহ বিভিন্ন বিষয়ে এই সাধারণ সভা গতকাল শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।সাধারণ সভায় সভাপতিত্ব করেন নৃসিংহদেব জিউর আখড়ার সাধারণ সম্পাদক প্রকৌশলী গৌতম দে। অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটনের পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে শ্রীশ্রী নৃসিংহদেব জিউর আখড়াটির জরাজীর্ণ অবস্থা নিরসনকল্পে সংস্কার, সংরক্ষণ, নির্মাণ কমিটি পুনর্গঠনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।সভায় বক্তারা বলেন, সিলেট নগরের প্রাচীন এই আখড়াটি কোনো অবস্থাতেই বেহাত হতে দেওয়া যাবে না। সকলকে ঐক্যবব্ধ হয়ে শ্রীশ্রী নৃসিংহদেবের এই আখড়াটি সংস্কার ও সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। সভায় বক্তারা দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়নের জোর দাবি জানিয়ে বলেন, সিলেটের এই প্রাচীন শ্রীশ্রী নৃসিংহদেবের আখড়াটি কোনো অবস্থাতেই অযত্নে অবহেলা ও জরাজীর্ণ অবস্থায় রাখা যাবে না।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি রজত কান্তি গুপ্ত, অ্যাডভোকেট দিলীপ কুমার দেব, প্রদীপ কুমার দেব, অরবিন্দু দাশগুপ্ত বিভু, নির্মল কুমার সিনহা, শিশির বণিক, সুকান্ত গুপ্ত, মনিসেনা সিংহ, দৈনিক সিলেটের ডাকের জ্যেষ্ঠ প্রতিবেদক সুনীল সিংহ, দৈনিক উত্তরপূর্ব’র জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ, বাপ্পী ত্রিবেদী, প্রদীপ সিংহ, পিংকু দেব, পল্টন বণিক, দিলীপ সাহা, স্বপন কর্মকার, নেপাল কর্মকার, জয়দীপ চক্রবর্ত্তী, নিরঞ্জন চন্দ্র চন্দ, বিমল চন্দ্র দাস, কাজল চন্দ্র দাশ, পীযূষ কুমার চন্দ, সন্জয় বণিক, বলরাম ঘোষ, নানু কান্ত পাল, রানা প্রসাদ ত্রিবেদী, প্লাবন কুমার রায়, স্বপন বিশ্বাস, বাবুল কুমার দত্ত, ধীরাজ ভট্টাচার্য্য, কার্ত্তিক কর্মকার, লিটন সাহা, অশোক পাল, চিন্ময় বণিক, বেনু চন্দ্র পাল প্রমুখ।সাধারণ সভায় শ্রীশ্রী নৃসিংহদেব জিউর আখড়ার সেবায়েত ও সভাপতি অ্যাডভোকেট গৌতম দাসের শাশুড়ির মৃত্যুতে এক শোকপ্রস্তাব গৃহিত হয়। সভা শেষে সর্বস্তরের ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, সর্বসম্মতিক্রমে আগামী ২৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় শ্রীশ্রী নৃসিংহদেব জিউর আখড়া প্রাঙ্গণে আরেকটি সাধারণ সভা আহ্বান করা হয়েছে। সভায় সর্বস্তরের ভক্ত-অনুরাগীদের উপস্থিত থাকার জন্য আখড়া পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
কিউএনবি/অনিমা/০৩ নভেম্বর ২০২৩/সন্ধ্যা ৭:৪০