ডেস্কনিউজঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা মহাসমাবেশে অংশ নিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও অনুসারীরা জড়ো হচ্ছেন।
শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে ইসলামী দলটি।
সরেজমিনে দেখা গেছে, বিকেলে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরুর অনেক আগেই দলের কয়েক হাজার নেতাকর্মী সমাবেশস্থলের একটি অংশ দখল করে নিয়েছে। তারা সমবেত জনতাকে উৎসাহিত করার জন্য ইসলামী গান এবং গজল পরিবেশন করছিল।
আয়োজকরা আশা করছেন জুমার নামাজের পর জনসমাগম বাড়বে।
উল্লেখ্য, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলটি তাদের দাবিগুলো তুলে ধরে।
দাবিগুলোর মধ্যে রয়েছে সংসদ ভেঙে দেয়া, জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, আনুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন এবং বর্তমান নির্বাচন কমিশন বিলুপ্তি।
সূত্র : ইউএনবি
কিউএনবি/বিপুল/০৩.১১.২০২৩/দুপুর ৩.০৫