এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলামসহ জামায়াত বিএনপির চার নেতাকে আটক করেছেন পুলিশ। বৃহস্পতিবার (১ নভেম্বর) শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাবেক পৌর কাউন্সিলর জামায়াত নেতা আব্দুর রহমান, বিএনপি নেতা সাহেব আলী ও যুবদল নেতা এম ইলিয়াচ আলী। আটককৃতদের স্বজনরা জানিয়েছেন ১ নভেম্বর দুপুরে জামায়াত নেতা আব্দুর রহমানকে তার শহরের কুটিপাড়াবাসা থেকে আটক করেন পুলিশ। ৩১ অক্টোবর সন্ধ্যায় পাঁচনামনা গ্রামের নিজ বাসার সামনে থেকে উপজেলাবিএনপির আহবায়ক জহুরুল ইসলামকে আটক করেন।
একই দিন বিকেলে বিএনপি নেতা সাহেব আলীকেশহরের কালিতলা থেকে ও হুদাচৌগাছা নিজ বাড়ী থেকে যুবদল নেতা এম ইলিয়াচ আলী ইলিয়াচ আলীকেআটক করেন। চৌগাছা থানার ডিউটি অফিসার এসআই জারফিন বলেন, আটক উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলামসহ তিনজনকে আদালতে পাঠানো হয়েছে এবং জামায়াত নেতা আব্দুর রহমানকে বৃহ¯পতিবার আদালতে পাঠানো হবে।
কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৩,/রাত ৮:২৪