স্পোর্টস ডেস্ক : আর্লিং হালান্ডের জোড়ায় ডার্বি জিতেছে ম্যানচেস্টার সিটি। ওল্ডট্রাফোর্ডে ৩-০ গোলে ১৯১তম ডার্বি জিতে নেয় তারা। প্রিমিয়ার লিগ ম্যাচের ২৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন নরওয়েজিয়ান স্টাইকার।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে বার্নার্দ সিলভার ক্রসে হেডে তার ও দলের দ্বিতীয় গোল করেন হালান্ড। ৮০ মিনিটে তার অ্যাসিস্টেই ফিল ফোডেন গোল করলে জয় নিশ্চিত হয় সিটির। নগর প্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে ৬০ তম জয় এটা সিটির। এই জয়ে ১০ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে এখন ম্যানসিটি।
এক পয়েন্ট পেছনে সালাহর জোড়ায় নটিংহামকে ৩-০ গোলে হারানো লিভারপুল। ম্যানইউ ১৫ পয়েন্ট নিয়ে আট-এ। ২৬ পয়েন্ট নিয়ে ১০ম রাউন্ড শেষে শীর্ষে টটেনহ্যাম। আর্সেনাল দুনম্বরে।
কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/রাত ১১:৪৪