স্পোর্টস ডেস্ক : বোলাররা ছিলেন দুর্দান্ত। বেধে রেখেছিলেন অল্পের মধ্যেই। তাই লক্ষ্যটা ছিল মামুলি। কিন্তু নেদারল্যান্ডসের দেওয়া মাত্র ২৩০ রানের লক্ষ্য ছুঁতে গিয়েও হাঁসফাস করতে হয়েছে বাংলাদেশকে। কলকাতার ইডেন গার্ডেনে টাইগার ব্যাটসম্যানদের রীতিমত ডুবিয়ে দিয়েছেন ডাচ বোলাররা। গুটিয়ে গেছেন মাত্র ১৪২ রানে। কমলাদের কাছে ৮৭ রানের হারে বিশ্বকাপ থেকেই যেন নেতিয়ে পড়ল সাকিব আল হাসানের সৈন্যরা। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। করেছিলেন ২২৯ রান। সেই রানটাও টপকাতে পারল না ২৩ বছর ধরে টেস্ট খেলা বাংলাদেশ।
২৩০ রানের লক্ষ্য তাড়ায় নেমে সাবধানী শুরু করেছিলেন তানজিদ তামিম ও লিটন দাস। তবে ১৯ রানে লিটন ফিরে গেলে তামিমও যেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। পরের ওভারে ফিরে যান তিনিও। তিনে নামা মেহেদি মিরাজ ও চার নম্বরে আসা নাজমুল হোসেন শান্তকে ঘিরে প্রত্যাশা বেড়েছিল টাইগার সমর্থকদের। কিন্তু তারাও করেছেন হতাশ। বিশ্বকাপের মাঝপথে হঠাৎ দেশে ফিরে আসা সাকিব আল হাসান টোটকা নিয়ে গিয়েছিলেন শৈশবের গুরুর কাছ থেকে। কিন্তু সেটা কাজে আসেনি। আজও আউট হয়েছেন তিনি দক্ষিণ আফ্রিকা ম্যাচের মতোই। ৫ রানের বেশি তুলতে পারেননি।
মিরাজ ৩৫ রান করে আউট হয়ে যান। মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের সামনে সুযোগ ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার। কিন্তু বোল্ড হয়ে যান মুশি। ৭০ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তারপর শেখ মেহেদি ও রিয়াদ হাল ধরার চেষ্টা করেন। গড়েন ৩৮ রানের জুটি। কিন্তু সেটাও ভেঙে যায় মেহেদির রান আউটে। তখনই ইডেনে বাংলাদেশের জয়ের সূর্যটা ডুবে যায়।
তবে কিঞ্চিত আশা বেঁচেছিল, উইকেটে তখনও রিয়াদ অপরাজিত ছিলেন বলে। কিন্তু আজ আর পারেননি। ২০ রানেই থেমে গেছেন এই ব্যাটসম্যান। তিনি ফেরার পর মোস্তাফিজ আর তাসকিন মিলে শুধু হারের ব্যবধানটাই কমিয়েছেন। ফিজ খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। তার ব্যাট থেকে আসে ২০ রান। তিনি বোল্ড হওয়ার পর তাসকিনও ক্যাচ দিলে নিশ্চিত হয় ৮৭ রানের পরাজয়।
ডাচদের আজকের জয়ের নায়ক পল ফন মিকেরেন। মহামারি করোনাকালে জীবিকা নির্বাহের জন্য ফুড ডেলিভারির কাজ করতে হয়েছিল তাকে। আজ ম্যাচ শুরুর আগেও ঘুরে দাঁড়ানোর গল্পটা তিনি শুনিয়েছেন আইসিসির ভিডিওতে। নেদারল্যান্ডস পেসার আজ এখন পর্যন্ত নিয়েছেন ৩ উইকেট—নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদকে। তার পেস তোপে স্মরণীয় একটি জয় এসেছে ডাচদের।
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/রাত ১০:২৪