ডেস্কনিউজ : নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাইগ্রাম খাল থেকে কুমির উদ্ধার করেছেন এলাকাবাসী। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কুমিরটি উদ্ধার করা হয়। কুমিরটি প্রায় সাড়ে ৭ ফুট লম্বা। শত শত মানুষ কুমিরটি এক নজর দেখার জন্য ভিড় করে।
খুলনা বন বিভাগের কর্মকর্তাদের কাছে বিকালে কুমিরটি হস্তান্তর করা হয়েছে। উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আল মামুদ বলেন, খুলনা বন বিভাগের প্রতিনিধি দল কুমিরটি শনিবার বিকালে গাড়িতে করে খুলনায় নিয়ে গেছে।
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/রাত ৯:০০