স্পোর্টস ডেস্ক : আশা দেখিয়েও পারলেন না কিউই ব্যাটাররা। জমজমাট উত্তেজনার ট্রান্স-তাসমান লড়াইটির ক্লাইমেক্স শেষে হাসি ফুটলো অজিদের মুখে। অস্ট্রেলিয়ার দেয়া ৩৮৯ রানের লক্ষ্য তাড়ায় নিউজিল্যান্ডের ইনিংস থামে ৩৮৩ রানে। হার মেনে নিতে হলো ৫ রানের।
রাচিন রবীন্দ্রর দ্বিতীয় বিশ্বকাপ সেঞ্চুরি, মিচেলের হাফ সেঞ্চুরি আর একাদশে ফিরে আসা জিমি নিশামের আপ্রাণ প্রচেষ্টা আক্ষেপ হয়েই থাকল। শেষ ওভারে দরকার ১৯ রান তুলতে গিয়ে পঞ্চম বলে জিমি নিশামের রানআউট এক ঝটকায় ফিরিয়ে আনে গত বিশ্বকাপ ফাইনালের স্মৃতি। শেষ বলে ৫ রানের প্রয়োজন আর মেটাতে পারেননি ফার্গুসন।
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/রাত ৮:০০