বিনোদন ডেস্ক : কোনোরকম বিতর্ক ছাড়াই সেন্সর সার্টিফিকেট পেল সালমান খানের ‘টাইগার ৩’। সেন্সর বোর্ড বা সিবিএফসি-র তরফে U/A সার্টিফিকেট পেয়েছে সিনেমাটি। সব বয়সীরাই হলে গিয়ে এই ছবি দেখার সুযোগ পাবে, তবে ১২ বছর বা তার কম বয়সীদের ক্ষেত্রে বাবা-মা বা কোনও অভিভাবকের সঙ্গে থাকাটা জরুরি। ছবিটির রানটাইম বা দৈর্ঘ্য় ২ ঘন্টা ৩৩ মিনিটের। এখন আর ছবি মুক্তিতে কোনো বাধা নেই।
মণীশ শর্মা পরিচালিত এই ছবিতে জুটি বেঁধেছেন সালমান খান-ক্যাটরিনা কাইফ। ভিলেন হিসেবে থাকছেন ইমরান হাশমি। এছাড়াও এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ‘পাঠান’ শাহরুখের উপস্থিতি। ট্রেলার প্রকাশের পর দর্শকের আগ্রহ এখন তুঙ্গে, অপেক্ষায় রয়েছেন শুধু মুক্তির। আগামী ১২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে ৫ নভেম্বর থেকে শুরু হবে অ্যাডভান্স বুকিং।
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০৬