স্পোর্টসে ডেস্ক : চমৎকার এক সেঞ্চুরিতে নিজেকে মেলে ধরলেন আইচ মোল্লা। অল্পের জন্য তিন অঙ্কের স্বাদ পেলেন না শাহাদাত হোসেন দিপু। ফিফটি এলো মাহমুদুল হাসান জয় ও প্রিতম কুমারের ব্যাট থেকে। শ্রীলঙ্কায় দুর্দান্ত ব্যাটিং করা বাংলাদেশ ইমার্জিং দল গড়ল রান পাহাড়।
ডাম্বুলার রাঙ্গিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে চারদিনের ম্যাচে তৃতীয় দিন সকালে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ৯ উইকেটে ৫০১ রান করেছে সফরকারীরা।
বাংলাদেশকে বিশাল এই পুঁজি এনে দেওয়ার কারিগর আইচ খেলেন ১৪৭ রানের ইনিংস। তার ২৯৯ বলের ইনিংস গড়া ১৯ চারে। ২ ছক্কা ও ৬ চারে ৯৩ রান করেন শাহাদাত।
জয়ের ব্যাট থেকে আসে ৮ চারে ৬৬ রান। আর প্রিতম করেন ২ ছক্কা ও ৭ চারে ৬৯ রান। ওপেনার প্রান্তিক নওরোজ নাবিলের ৪১ রানের ইনিংস সাজানো ৭ চারে।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন এশান মালিঙ্গা। দুটি প্রাপ্তি নিপুন প্রেমারত্নের।
জবাব দিতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। আহমেদ শরিফ ফিরিয়ে দেন লঙ্কান ওপেনার অভিষেক লিয়ানারাচ্চিকে। শূন্য রানে বিদায় নেন অভিষেক।
সপ্তম ওভারে স্বাগতিকরা হারায় তিনে নামা পাভান রাথানায়েকের উইকেট। রিপন মন্ডলের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ৫ রান করেন তিনি। শুরুর ধাক্কা সামাল দিয়ে স্বাগতিকদের টানছেন নভোদ পরানাভিথানা ও সোনাল দিনুশা।
কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/দুপুর ২:০০