আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা হামাসের গোয়েন্দা শাখার উপপ্রধান শাদি বারুদকে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে। নিহত শাদি বারুদ হামাসের গোয়েন্দা শাখার উপপ্রধান ছিলেন।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী বলছে— ৭ অক্টোবর ইসরাইলে রকেট হামলার পরিকল্পনায় সাহায্য করেছেন তিনি। খবর বিবিসি।
প্রতিরক্ষা বাহিনী জানায়, শাদি বারুদ হামাসের গোয়েন্দা শাখার উপপ্রধান ছিলেন। তাকে ‘সুনির্দিষ্ট বুদ্ধিমত্তার’ যুদ্ধবিমান দিয়ে হত্যা করা হয়েছে।
এদিকে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী বিমান হামলার একটি ভিডিও প্রকাশ করে বারুদের হত্যার দাবি করেছে।
প্রতিরক্ষা বাহিনী বলেছে— হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের সঙ্গে ৭ অক্টোবর ইসরাইল হামলার পরিকল্পনা করেছিলেন বারুদ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বারুদ হত্যার সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। আমরা যুদ্ধক্ষেত্রের হত্যাকাণ্ড যাচাই করতে সক্ষম না। তা ছাড়া হামাস এ ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো কোনো মন্তব্য করেনি।
প্রসঙ্গত, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক বাহিনীর নির্বিচার হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা ৭ হাজার ২৮ জন হয়েছে।
তাদের মধ্যে ২ হাজার ৯১৩ শিশু, ১ হাজার ৭০৯ নারী এবং ৩৯৭ জন বয়স্ক নাগরিক রয়েছেন।
গত ২০ দিন ধরে চলে আসা এই যুদ্ধে আহত হয়েছেন ১৭ হাজারের বেশি ফিলিস্তিনি। এদিকে বুধবার ইসরাইলের হামলায় গাজায় একদিনে সর্বোচ্চ ৭৫৬ ফিলিস্তিনির প্রাণহানির ঘটনা ঘটে।
কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৩৩