বিনোদন ডেস্ক : দীপিকা-রণবীরের বিয়ে হয় ২০১৮ সালে। রাজকীয় আয়োজনে বিয়ের পর্ব সারেন ইতালির লেক কোমোয়। কিন্তু রণবীর-দীপিকা ২০১৮ সালে সবাইকে জানিয়ে বিয়ে করলেও তারা সাত পাকে বাঁধা পড়েন ২০১৫ সালে।গত সোমবার (২৩ অক্টোবর) করণ জোহরের ‘কফি উইথ করণ’ প্রোমোতে বেরিয়ে এলো এই তথ্য। এ কথা বললেন নায়ক নিজেই। প্রোমোতে রণবীরকে বলতে শোনা গেছে, ‘আমরা ২০১৫ সালে গোপনে বাগদান সেরেছিলাম। প্রিয় মানুষটার জীবনে যেন কেউ প্রবেশ করতে না পারে।’
তবে তার শাশুড়ি রাজি ছিলেন না বিয়েতে। সম্পর্কের প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘যখন রাম লীলা হল তখন আমরা প্রেম করছি। একটা সময় গিয়ে আমি বুঝতে পারি যে আমি ঠিক। আমার জন্য ওই সেরা। তখনই সিদ্ধান্ত নিই।’নায়ক আরও বলেন, ‘আমি ঠিক করেছিলাম আংটি পরিয়ে দেব। আমি আর দীপিকা তখন ছুটি কাটাতে যাচ্ছিলাম তো ঠিক করেছিলাম সেখানে গিয়েই ওকে প্রপোজ করব। এটা ভাবতে ভাবতেই নৌকা নিয়ে সমুদ্রের একটি ছোট্ট দ্বীপে যান তারা। সেখানে নৌকা তাদের নামিয়ে চলে যায়। সেই সময়ই তিনি দীপিকাকে প্রপোজ করেন। নায়িকা ভীষণ ইমোশনাল হয়ে যায়। এবং হ্যাঁ বলে দেয়।
কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:২৪