জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে ৩৪টি বৌদ্ধ মন্দিরে খাদ্য শষ্য বিতরণ। করা হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে ৩৪টি বৌদ্ধ মন্দিরে খাদ্য শষ্য বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।
এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি মো.মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মো.রুহুল আমিন সহ বিভিন্ন বৌদ্ধ মন্দির পরিচালনা কমিটির সভাপতি/সম্পাদক উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর বরাদ্ধকৃত খাগড়াছড়ি জেলা প্রশাসক ত্রাণ তহবিল থেকে প্রতিটি বৌদ্ধ মন্দিরে ৫শ’কেজি করে ৩৪টি বৌদ্ধ মন্দিরে ১৭ মেট্রিক টন খাদ্য শষ্য বিতরণ করা হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন,বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ, সম্প্রীতি উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে,সরকারের প্রতিটা কাজেই স্বচ্ছতা রয়েছে প্রবারণ পূর্ণিমা সুন্দর ভাবে উদযাপনের লক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসক এর ত্রাণ তহবিল থেকে বরাদ্ধকৃত চাল ৩৪টি বৌদ্ধ মন্দিরে উপহার হিসেবে চাল বিতরন সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ বলে জানান তিনি
কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৫৩