আবু জাহের,শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে নয়ন (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে সাধুবাড়ী দক্ষিনপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের মজনু মিয়ার ছেলে।মা কল্পনা খাতুন বিজয় বাংলাকে জানান, নয়ন ঢাকা একটি বেসকারি কলেজে নার্সিং এ পড়া লেখা করে। বাবা ঢাকায় সেলিং মিস্ত্রর কাজ করে। গতকাল সোমবার নয়ন ঢাকা থেকে বাড়িতে আসে। সকালে ঘুম থেকে না উঠায় ৯টার দিকে দরজার ফাক দিয়ে দেখতে পায় সেলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে আছে। তখন আমার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে মাটিতে নামায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বিজয় বাংলাকে জানান, পারিবার বিষয় নিয়ে রাতে মায়ের সাথে ঝড়গা হয়। পরে রাতের খাবার খেয়ে তার নিজ ঘরে ঘুমাতে যায়। এরপর সকালে শুনতে পারি সে আত্মহত্যা করেছে।এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিজয় বাংলাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:০২