বিনোদন ডেস্ক : বিশ্বব্যাপী দেশের সঙ্গে মিলিয়ে একযোগে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমা। মুক্তির পর দর্শকরা হুমড়ি খেয়ে পড়ে সিনেমাটি দেখতে। মুক্তির দেড় মাস পেরোলেও এখনও দর্শক ভিড় দেখা যায়। তবে সাময়িক সময়ের জন্য আগামীকাল মঙ্গলবার থেকে দেশের সব প্রেক্ষাগৃহে ‘জাওয়ান’ সিনেমার প্রদর্শনী বন্ধ থাকবে বলে জানা গেছে। এমনটা জানিয়েছে সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান ও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
তারা জানায়, সিনেমা আমদানি নীতি অনুযায়ী যেকোনো উৎসবে হিন্দি সিনেমা প্রদর্শন বন্ধ রাখার নিয়ম রয়েছে। দুর্গা পূজা উৎসবের কারণে সিনেমাটির শো সাময়িক বন্ধ থাকবে।
সাফটা চুক্তির ভিত্তিতে বাংলাদেশে ‘জাওয়ান’ মুক্তির অনুমতি দিয়েছিল তথ্য মন্ত্রণালয়। সিনেমাটি আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘জাওয়ান’ পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। এতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, সঞ্জয় দত্ত প্রমুখ।
কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৩৩