স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে দারুণ শুরুর পরও ছন্দ পতন পাকিস্তানের। এক উইকেটে ১১০ রান করা পাকিস্তান এরপর ৫৩ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট। দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনীতে ৫৬ রানের জুটি গড়েন দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। ২২ বলে ১৭ রানে ফেরেন ইমাম। এরপর অধিনায়ক বাবর আজমের সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে ওপেনার আব্দুল্লাহ শফিক। ২২.২ ওভারে এক উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ১১০ রান। এরপর ৫৩ রানের ব্যবধানে পাকিস্তান হারায় ৩ উইকেট।
৭৫ বলে ৫টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৫৮ রান করে ফেরেন আব্দুল্লাহ শফিক। মাত্র ৮ রানে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। ৩৪ বলে ২৫ রানে ফেরেন সৌদ শাকিল। এরিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩৮.৩ ওভারের খেলা শেষে ১৮৪ রান। ৫৬ ও ১৩ রানে ব্যাট করছেন বাবর আজম ও শাদাব খান।
কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:২৪