আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো চলতি সপ্তাহে বেইজিং সফর করবেন। সোমবার (২৩ অক্টোবর) চীনের মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের সঙ্গে সম্পর্কোন্নয়নের অংশ হিসেবে বামপন্থী এই নেতা চীন সফরে যাচ্ছেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে পেট্রো এই সফরে আসছেন। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনি চীন সফর করবেন। তবে কলম্বিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানায়, গুস্তাভো পেট্রো আগামী বুধবার শি’র সঙ্গে সাক্ষাৎ করবেন।
বৈঠকে দুই নেতা বোগোটায় পাতাল রেল নির্মাণের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। চীনের একটি প্রতিষ্ঠান এই পাতাল রেলের নির্মাণ কাজ দেখভাল করছে।
কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৫৫