ডেস্ক নিউজ : প্রশ্ন : আমি একজন ইমাম, দীর্ঘদিন যাবৎ আমার ডান পায়ে ব্যথা। চিকিৎসা করিয়েও কোনো উন্নতি হয়নি। ব্যথার কারণে আমি নামাজে সুন্নত তরিকায় অর্থাৎ এক পা বিছিয়ে আরেক পা দাঁড় করিয়ে বসতে পারি না। তাই উভয় পা নারীদের মতো ডান দিকে বের করে দিয়ে মাটিতে বসি। জানার বিষয় হলো, এভাবে বসার কারণে নামাজের কোনো ক্ষতি হবে কি না? আর আমার পেছনে ইকতেদা করা সহিহ হবে কি না?
-মো. সাইফুল ইসলাম, যাত্রাবাড়ী, ঢাকা
উত্তর : পুরুষের জন্য অসুস্থতা বা ওজরের কারণে নামাজের বৈঠকে উভয় পা কোনো এক দিকে বের করে দিয়ে বসলেও নামাজের কোনো ক্ষতি হবে না। এ ছাড়া মাজুর (অসুস্থ) ব্যক্তি অন্য কোনোভাবে বসলেও কোনো অসুবিধা নেই। মাজুর ব্যক্তি জমিনে বসে সেজদা করে নামাজ পড়তে পারলেই সুস্থ ব্যক্তিদের জন্য তার ইকতেদা করা সহিহ হবে। হজরত আবু হুমাইদ (রা.) থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, হজরত রাসুলুল্লাহ (সা.) নামাজে এভাবে বসেছেন। -মুসনাদে আহমাদ : ২৩৫৯৯
ইসলামি স্কলাররা বলেছেন, বার্ধক্য ও দুর্বলতার কারণেই কখনো কখনো রাসুল (সা.) এভাবে বসেছেন। অন্য এক বর্ণনায় এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) অসুস্থতার কারণে নামাজে উভয় পা একদিকে বের করে দিয়ে মাটিতে বসতেন। -মুয়াত্তা মালেক : ৫৫
পায়ে ব্যথা বা শরীর ভারী হয়ে যাওয়া ইত্যাদি ওজরের (সমস্যা ও প্রয়োজন) কারণে ইমামের জন্যও সেভাবে বসার সুযোগ রয়েছে। কোনো ইমাম নামাজে ওই ভাবে বসলে তার পেছনে ইকতেদা করতে কোনো সমস্যা নেই। -আল বাহরুর রায়েক : ১/৩২৩
কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৩,/রাত ৯:৩৮