খাগড়াছড়ির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন..কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
১৯৯
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন খাগড়াছড়ি আসনের সাংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। শনিবার (২১ অক্টোবর)সকাল থেকে রাত পর্যন্ত খাগড়াছড়ি জেলার বিভিন্ন পূজামন্ডপ পরির্দশন করেন খাগড়াছড়ি আসনের সাংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শানে আলম, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.জয়নাল আবেদিন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদ্বীপ কারবারি ত্রিপুরা, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম, লক্ষীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল চৌধুরী, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সহকারি কমিশনার ভূমি মো.মেজবাহ উদ্দিন, পার্বত্য খাগড়াছড়ি পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য এমএ জব্বার, পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মো.মাঈন উদ্দিন, পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.আনচারুল করিম,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকারিয়া, সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলার বিভিন্ন শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন শেষে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’তাই সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে একে অপরের ধর্ম পালন করতে হবে।বর্তমান আওয়ামী লীগ সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী-নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে।সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে। শারদীয় দুর্গোৎসবের মাধ্যমে পাহাড়ে অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা হিন্দু ধর্মাবলম্বীসহ সকল মানুষের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।
ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি জেলার বিভিন্ন পুজা মন্ডপের সার্বিক খোঁজ খবর ও নিরাপত্তার বিষয়াদি নিয়ে দূর্গাপুজা উদযাপন ও মন্দির কমিটির সাথে আলােচনা করেন। এবং প্রতিটি মন্ডপে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।