জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্নভাবে উদযাপনের লক্ষে খাগড়াছড়ির বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মো. নজরুল ইসলাম।
শনিবার (২১অক্টোবর)দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন৷ জেলা প্রশাসন খাগড়াছড়ি কর্তৃক গঠিত ভিজিলেন্স টিমের মাটিরাঙ্গা উপজেলার দায়িত্বপ্রাপ্ত খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মো. নজরুল ইসলাম। মাটিরাঙ্গায় পূজা মণ্ডপ পরিদর্শন শেষে খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মো. নজরুল ইসলাম বলেন, জেলায় উৎসব মূখর পরিবেশে পূজা উদযাপন শুরু হয়েছে। পূজা মণ্ডপের সার্বিক প্রস্তুতি, আয়োজন ওআইনশৃঙ্খলাজনিত বিষয় নিয়ে পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত),মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মো.ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গ উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.শরিফুল ইসলাম বিদ্যুৎ সহ অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৩