স্পোর্টস ডেস্ক : বয়সটা পয়ত্রিশ ছুঁয়েছে ৩৬ দিন আগে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ১২ দিন আগে। সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট নামের এই ডাচ অলরাউন্ডার বিশ্বকাপ দলে জায়গা পেয়েই আলোচনায় এসেছিলেন। আজ বুঝিয়ে দিলেন কেন এই বয়সেও নির্বাচকরা তার ওপর রাখছেন আস্থা। ৭ নম্বরে ব্যাট করতে নেমে আজ খেলেছেন ৭০ রানের এক ইনিংস। তাকে সঙ্গ দিয়েছেন লোগান ফন বিক। আর তাদের জুটিতে ভর করে নেদারল্যান্ডস পেয়েছে ২৬২ রানের পুঁজি।
শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ডাচরা। লঙ্কান বোলার দিলশান মাধুশাঙ্কা আর কাসুন রাজিথার পেস তোপে যেন দিশেহারা হয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। মাত্র ৯১ রানেই তারা হারিয়ে ফেলে ৬ উইকেট। তাতে খাঁদের কিনারে চলে যায় দলটি। কিন্তু সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও লোগান ফন বিক।
তারা দুজনে মিলে গড়ে তুলেন ১৩০ রানের জুটি। বিশ্বকাপের ইতিহাসে সপ্তম উইকেটে তাদের জুটির রানই এখন সর্বোচ্চ। তারা টপকে গেছেন গত বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার গড়া রেকর্ডকে। যে জুটি ভাঙে এঙ্গেলব্রেখটের বিদায়ে। স্কুপ করতে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত এই ক্রিকেটার। তবে মাধুশাঙ্কার বলে বোল্ড হয়ে যান তিনি। ফেরার আগে তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম ফিফটিটি। ৮২ বলে ৪ চার ও ১ ছক্কায় করেন ৭০র রান।
তিনি আউট হয়ে গেলেও টিকেছিলেন লোগান। এই অলরাউন্ডার থামেন ৫৯ রান করে। ৭৫ বল খেলে ব্যাট থেকে দেন ১টি করে চার ও ছক্কা। তাদের বিদায়ের পরও বাকিরা রান তুলেছেন। তাতে ২৬২ রানে অলআউট হয় ডাচরা। লঙ্কানদের হয়ে মাধুশাঙ্কা ও রাজিথা পেয়েছেন ৪টি করে উইকেট। এছাড়া মহেশ থিকশানা পেয়েছেন একটি উইকেট। শেষ উইকেটটি আসে রানআউট থেকে। একটু পর ২৬৩ রানে লক্ষ্য নিয়ে নামছে শ্রীলঙ্কা। তাদের লক্ষ্য টুর্নামেন্টে ঘুরে দাঁড়িয়ে পয়েন্টের খাতা খোলা।
কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:০০