আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সেনারা থাকেন। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থন করায় এই হামলা চালানোয় হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘাঁটির ভেতরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি। এ ঘটনায় ইরাকের সামরিক বাহিনী ঘাঁটির চারপাশের এলাকা বন্ধ করে দেওয়ার পাশাপাশি তল্লাশি শুরু করেছে।
বৃহস্পতিবার ইরাকের পুলিশ জানিয়েছে, বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে আরও একটি ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটেছে। সেখানেও মার্কিন সেনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ নিয়ে চারবার ইরাকের সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এর সবগুলোতে মার্কিন সেনা রয়েছে।
কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:০৪