স্পোর্টস ডেস্ক : ১২ মিনিট আগে
৬ বছর পর বোলিংয়ে কোহলি
ঠিকমতো পা ফেলতেই পারছিলেন না হার্দিক পান্ডিয়া। মাঠে এসেছেন ফিজিও। পান্ডিয়া চোটটি পেয়েছেন নিজের বলে লিটনের শট আটকাতে গিয়ে। বোলারস ব্যাকড্রাইভে চার মেরেছেন লিটন, সেটি আটকাতে গিয়ে বেকায়দায় পড়ে গেছেন তিনি। বেশ কিছু টেপ পেঁচাতে হয়েছে পায়ে। আবার বল করতে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। উঠে যেতে হয়েছে তাকে। পান্ডিয়ার চোট ভারতের জন্য হয়ে আসতে পারে বড় আঘাত হয়ে।
পান্ডিয়ার অসমাপ্ত ওভার করতে এসেছেন বিরাট কোহলি। ২০১৭ সালে ওয়ানডেতে সর্বশেষ বোলিং করেছিলেন তিনি। ৩ বল করে ২ রান দিয়েছেন তিনি। আবার বোলিংয়ে দেখা যাবে তাকে?
খোলস ছেড়ে বেরোচ্ছেন তামিম
লেংথ থেকে যখন কাজ হচ্ছে না, শর্ট লেংথে করেছিলেন বুমরা। হুক করে ইনিংসের প্রথম ছক্কাটি তাতে মেরেছেন তানজিদ। পরের ওভারে ডাউন দ্য গ্রাউন্ডে এসে মোহাম্মদ সিরাজকে কাভারের ওপর দিয়ে তুলে মেরেছেন আরেকটি চার। সেখানেই শেষ নয়। এরপর আবার ক্রিজে ছেড়ে বেরিয়ে এসে মারা চারটি স্ট্রেইট ড্রাইভে। তানজিদ আক্রমণাত্মক। ইতিবাচক শুরু বাংলাদেশের।
৮ ওভারে ৩৭/০
সুযোগ হাতছাড়া ভারতের
বুমরার ইয়র্কার। প্রথমে দেখে মনে হয়েছে, তানজিদ হাসান নিরাপদই। পঞ্চম ওভারের চতুর্থ বলের ঘটনা। তবে পরে আল্ট্রা-এজে দেখা গেছে, বল আগে প্যাডে লেগেছে। বল ট্র্যাকিং নিশ্চিত করেছে, রিভিউ নিলে আউটই হতেন তানজিদ।
অন্যপ্রান্তে প্রথম রানের দেখা পেয়েছেন লিটন। বুমরার বলে সিঙ্গেল নিয়ে শুরু করেছিলেন। এরপর সিরাজকে অফ স্টাম্পের বাইরে শর্ট লেংথে পেয়ে পয়েন্ট দিয়ে মেরেছেন ইনিংসে নিজের প্রথম চার। এরপর ক্রিজ ছেড়ে বেরিয়ে লেগ সাইডে ঘুরিয়ে মেরেছেন আরেকটি চার।
৬ ওভারে ১৯/০।
২ ওভারে ৫
জাসপ্রিত বুমরার পর মোহাম্মদ সিরাজের করা প্রথম ২ ওভারে সতর্কই থেকেছেন লিটন দাস ও তানজিদ হাসান। প্রথম ৩ বল খেলে কোনো রান করেননি লিটন। তানজিদ অবশ্য সিরাজের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করে মেরেছেন চার। তবে সে বলটি উঠেছিল, কাভারে থাকা ফিল্ডার ডানদিকে ডাইভ দিয়েও নাগাল পাননি সেটির।
২ ওভারে ৫/০।
ষষ্ঠ অধিনায়ক শান্ত
সাকিব আল হাসানের চোটে প্রথমবার বিশ্বকাপে অধিনায়কত্ব করার সুযোগ পেলেন নাজমুল হোসেন শান্ত। বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া ষষ্ঠ অধিনায়ক তিনি।
তার আগে আমিনুল ইসলাম, খালেদ মাসুদ, হাবিবুল বাশার, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
অধিনায়ক হিসেবে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে টস জিতে অনুভূতি প্রকাশ করে শান্ত বলেছেন, ‘আমার জন্য ও আমার পরিবারের জন্য এটি খুব গর্বের মুহূর্ত।’
বিশ্বকাপের আগে স্রেফ একটি ওয়ানডেতে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা হয়েছে শান্তর।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
টাইগার একাদশে দুই পরিবর্তন
সাকিবের জায়গায় দলে এসেছেন নাসুম আহমেদ। বাদ দেওয়া হয়েছে তাসকিন আহমেদকেও, তার জায়গায় এসেছেন হাসান মাহমুদ। অপরিবর্তিত আছে ভারত একাদশ।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান খেলছেন না। তার জায়গায় অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৫০