বিনোদন ডেস্ক : ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন আলিয়া ভাট। স্বামী রণবীর কাপুরের হাত ধরে দিল্লিতে পৌঁছান এবং অনুষ্ঠানে অংশ নিয়ে জাতীয় পুরস্কার গ্রহণ করেন অভিনেত্রী।
দুজনকে একসঙ্গে দেখা গেলেও সবার চোখ আটকে গেছে আলিয়ার পোশাকে। পুরস্কার নিতে বিয়ের শাড়ি পরে হাজির হয়েছেন তিনি। সেই একই শাড়ি, একই ব্লাউজ। মাথায় ওড়না আর ভারী গয়নাটুকু শুধু নেই! বিয়ের দিন আলিয়া চুল খোলা রাখলেও আজ খোঁপা করে মাথায় ফুল গুঁজেছেন। গয়না হিসাবে গলায় পরেছেন চিক আর কানে কানপাশা।
জাতীয় পুরস্কারের জন্য আলাদা শাড়ি না কিনে বিয়ের শাড়িটিই পরার জন্য নেটপাড়ার অনেকেই আলিয়ার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘এজন্যই আলিয়াকে এত ভালো লাগে। অন্য তারকাদের মতো উনি নন, একই শাড়ি, দুইবার পরতেও দ্বিধা করেন না।’ কেউ আবার এখানে রণবীর-আলিয়া জুটিকে মাধুরী-সঞ্জয় দত্ত জুটির সঙ্গে তুলনা টেনেছেন।
এদিন জাতীয় পুরস্কার পাওয়ার প্রসঙ্গে আলিয়া ভাট বলেন, ‘আমার কৃতজ্ঞ, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি-এর জন্য প্রথম জাতীয় পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি। এজন্য সঞ্জয়লীলা বানশালিকে বিশেষ ধন্যবাদ।’
প্রসঙ্গত, আলিয়ার সঙ্গে যৌথভাবে সেরা অভিনেত্রীর সম্মাননা পান কৃতি শ্যানন। ‘মিমি’ ছবির জন্য কৃতি এই পুরস্কার পান। অন্যদিকে সেরা অভিনেতার পুরস্কার পান আল্লু অর্জুন।
কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৪০