বিনোদন ডেস্ক : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ বিনামূল্যে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান এই উদ্যোগ নিয়েছেন।
বগুড়ার সারিয়াকান্দি-সোনাতলার মানুষের জন্য মধুবন সিনেপ্লেক্সে সাত দিনব্যাপী চলচ্চিত্রটি বিনামূল্যে প্রদর্শন করা হবে। শুক্রবার (২০ অক্টোবর) এই উদ্যোগের উদ্বোধনী প্রদর্শনী হবে। শনিবার (২১ অক্টোবর) থেকে ধারাবাহিকভাবে দুপুর ১২-৩টা এবং ৩-৬টার শো বিনামূল্যে দেখানো হবে ২৬ অক্টোবর পর্যন্ত।
শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়ার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। উদ্বোধনী প্রদর্শনীর আগে মধুবন সিনেপ্লেক্সে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন অতিথিরা।
জানা যায়, সারিয়াকান্দি ও সোনাতলার মানুষের যাতায়াতের সুবিধার জন্য বিশেষ পরিবহন ব্যবস্থাও রাখা হয়েছে। সিনেমার শো এর সময়ের ওপর ভিত্তি করে পরিবহনগুলো বগুড়া থেকে সারিয়াকান্দি ও সোনাতলায় যাতায়াত করবে।
চলচ্চিত্র দেখানোর মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ও কর্মকে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম ব্যতিক্রমী উদ্যোগ এটি। এই আয়োজনের অনুপ্রেরণা হিসেবে কৃষিবিদ মোস্তাফিজুর রহমান বলেন, একজন ব্যক্তি তার দেশ ও দেশের মানুষকে ভালোবেসে সংগ্রামের কোনো পর্যায়ে যেতে পারে এবং কতটুকু বিসর্জন দিতে পারে তার অনন্য উদাহরণ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার এই আত্মত্যাগের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যাওয়া উচিত। এই বোধ এবং দায়বদ্ধতা থেকেই এমন উদ্যোগ নিয়েছি। আমি বিশ্বাস করি, এই চলচ্চিত্রের মাধ্যমে মানুষ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানবে এবং বঙ্গবন্ধুকে জানবে।
কৃষিবিদ মোস্তাফিজুর রহমান ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ প্রকল্পের অন্যতম উদ্যোক্তা ছিলেন। তার সেই কাজ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডেও অন্তর্ভুক্ত হয়েছে। অ্যানিমেশন ফিল্ম ‘আমাদের ছোট রাসেল সোনা’ এর সহ-প্রযোজক এবং বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি কৃষিবিদ মোস্তাফিজুর রহমান।
কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৪০