ডেস্ক নিউজ : উচ্চারণ: আল্লাহুম্মা আসআলুকা বারদাল আইশি বাদাল মাউতি ওয়া আসআলুকা লাজ্জাতান-নাজারি ইলা ওয়াজহিকা ওয়াশ-শাওকি ইলা লিকা-ইকা ফি গাইরি দাররা-আ মুদিররাতিন ওয়ালা ফিতনাতিন মুদিল্লাতিন, আল্লাহুম্মা জাইয়িনা বিজিনাতিল ইমানি ওয়াজআলনা হুদাতান মাহদিইয়িন।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে মৃত্যুর পর প্রশান্তির জীবন প্রার্থনা করছি। আমি আপনার কাছে (জান্নাতে) আপনাকে দেখার স্বাদ গ্রহণের প্রার্থনা করছি এবং ক্ষতিকর কষ্ট ও পথভ্রষ্টকারীর ফাসাদে পড়া ছাড়া আপনার সাক্ষাতের আশা-আকাঙ্ক্ষা করি। হে আল্লাহ, আমাদের ইমানের সৌন্দর্যে সৌন্দর্যমণ্ডিত করুন এবং আমাদের সুপথপ্রাপ্ত ও সুপথ প্রদর্শনকারী করুন।
হজরত আম্মার ইবনে ইয়াসার (রা.) বলেন, আমি হজরত রাসুলুল্লাহ (সা.)-কে উল্লিখিত দোয়া পাঠ করতে শুনেছি। -সুনানে নাসায়ি : ১৩০৫
কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/দুপুর ১:২৮