বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল- আশুগঞ্জ) উপ-নির্বাচনে মনোনয়ন বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বাছাই প্রক্রিয়া করা হয়। এতে সভাপতিত্ব করেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
দাখিল করা ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. রাজ্জাক হোসেন, স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা, জাকের পার্টির জহিরুল ইসলাম (জুয়েল), বাংলাদেশ আওয়ামী লীগের শাহজাহান আলম, জাতীয়পার্টির আব্দুল হামিদ ও স্বতন্ত্র প্রার্থী ইব্রাহীমের মনোনয়ন বাছাই করা হয়। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ইব্রাহীমের মনোনয়ন বাছাইয়ে অবৈধ ঘোষণা করা হয়। বাকি ৫জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
এসময় উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মনোনয়ন দাখিলের সময় মোট ভোটারের এক শতাংশ সাক্ষর জমা দিতে হয়। এরমধ্য থেকে নির্বাচন কমিশন দৈব চয়নের মাধ্যমে ১০জন ভোটারের সাক্ষর যাচাই বাছাই করে। এই ১০জনের মধ্যে ৪ জন কোন সাক্ষর করেননি এবং এক জন মৃত ব্যক্তির সাক্ষর রয়েছে। তাই স্বতন্ত্র প্রার্থী ইব্রাহীমের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী আপিল করা যাবে ১৩ থেকে ১৭ অক্টোবর। আপিলের নিস্পতি করা হবে ১৮ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর, প্রতীক বরাদ্ধ দেওয়া হবে ২০ অক্টোবর এবং আগামী ৫ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঞা ৬ বারের এমপি ছিলেন। এছাড়াও একবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। গত ৩০ সেপ্টেম্বর তার মৃত্যুতে গত মঙ্গলবার (৪ অক্টোবর) আসনটি শূন্য ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। পাশাপাশি উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ৫ নভেম্বর।