বিনোদন ডেস্ক : জন্মদিনের আগের দিন অর্থাৎ মঙ্গলবার থেকেই ঢালিউড নায়িকার জন্মদিন পালন শুরু হয়েছে। বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নায়িকার কাছের মাষজন। অনুষ্ঠানের ফাঁকে বিশেষ সাক্ষাৎকারে অপু বলেন, ‘সারপ্রাইজ আমার জীবনে খুব কম আসে। আবার যেগুলো আসে সেগুলো খুশির নয়। তবে যেদিন থেকে আমি আমার কাছের মানুষদের সঙ্গে কাজ করতে শুরু করেছি, সে সময় থেকেই সুখকর সারপ্রাইজগুলো পাচ্ছি। আজ এমনই এক সুন্দর সারপ্রাইজ পেলাম।’
তিনি বলেন, ‘আজকের সারপ্রাইজ পার্টি পেয়ে আমি রীতিমতো অবাক। জন্মদিনের আগের দিন থেকেই যে সারপ্রাইজ পার্টি হতে পারে, এ বিষয়টি আমার একদমই মাথায় ছিল না। হঠাৎ এমন সারপ্রাইজ পেয়ে আমি সত্যিই ভাষাহীন।’নায়িকা বলেন, ‘আমার ছেলের জন্মদিনে একটি বিশেষ সারপ্রাইজ পেয়েছিলাম। তারপর থেকে আমি ঠিক করি, আমার ছেলের জন্মদিনের আর কেক কাটব না। তাই আমার জন্মদিনেও কেক না কাটার সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য, বাংলাদেশি এই চলচ্চিত্র অভিনেত্রী ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আসেন। আবার ২০০৬ সালেই এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রের মাধ্যমে তার উত্থান হয়। এতে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। তিনি ৭২টিরও বেশি চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। তিনি বাচসাস পুরস্কার এবং ছয়বার ‘মেরিল-প্রথম আলো পুরস্কারে’ মনোনয়ন লাভ করেন।
কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৩৮