ডেস্ক নিউজ : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ফিলিস্তিনের মুসলমানদের ওপর নির্যাতন, হত্যায় চুপ থাকা জাতিসংঘের বৃদ্ধাঙ্গুলি আমরা মেনে নিতে পারি না।
তিনি বলেন, ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন চলছে। ফিলিস্তিনের ওপর যে জুলুম নির্যাতন চলছে তার প্রতিবাদ যদি আমরা করতে না পারি তা ঈমানের ঘাটতি হিসেবে প্রমাণিত হয়।
ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে আজ মঙ্গলবার ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরুর পূর্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চরমোনাই পীর বলেন, রাসূল (সা.) বলেছেন, আজ ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ দখলদার ডাকাত ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে, পক্ষাবলম্বন করেছে। যারা যুগ যুগ ধরে আক্রমণ, হত্যা, হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের পক্ষাবলম্বন করা অত্যন্ত দুঃখজনক।
কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৫৫