স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সামনে ৩৬৫ রানের বিশাল লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড। এর আগে কখনো দ্বিতীয় ইনিংসে এত রান কখনো করেনি টাইগাররা। এ ম্যাচে জিততে হলে তাই গড়তে হবে ইতিহাস।
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সর্বোচ্চ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১৯ আসরে টন্টনের মাঠে উইন্ডিজের দেয়া ৩২২ রানের লক্ষ্য পেরিয়েছিল বাংলাদেশ। ওয়ানডে ইতিহাসেই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ আইরিশদের বিপক্ষে ৬ উইকেটে করা ৩৪৯ রান। সেটিও প্রথম ইনিংসে।
কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:০৮