লাইফ ষ্টাইল ডেস্ক : থাইরয়েড গ্রন্থির অবস্থান মানবদেহের গলার কাছে। এই গ্রন্থি থেকে অনেকগুলো হরমোন উৎপন্ন হয়, যাদের বলা হয় থাইরয়েড হরমোন। এই হরমোন শরীরের মেটাবলিক হার ও প্রোটিন সংশ্লেষে সাহায্য করে থাকে। থাইরয়েড হরমোন নিঃসরণের ভারসাম্যহীনতার প্রভাব মানুষের দৈহিক স্বাস্থ্য এমনকি তার মানসিক ও অনুভূতিগত স্বাস্থ্যের ওপরেও পড়ে।
থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যার সঙ্গে যুক্ত যা
১. হাইপোথাইরয়েডিজম বা অপর্যাপ্ত থাইরয়েড হরমোন নিঃসরণ।
২. হাইপারথাইরয়েডিজম বা প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ থাইরয়েড হরমোনের নিঃসরণ।
৩. থাইরয়েড ক্যানসার।
৪. গয়টার বা গলগ- (থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যাওয়া)।
এগুলোর মধ্যে থাইরয়েড হরমোন নিঃসরণের ভারসাম্যহীনতাজনিত সমস্যা (হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম) অধিকাংশ সময়ে বিশেষত মহিলাদের মধ্যেই দেখা দেয়।
এই হরমোনের ভারসাম্যহীনতার ফলে মানুষ মানসিক দিক থেকে খুব বিষণ্ন থাকে। এর সঙ্গে মানসিক স্বাস্থ্যের সমস্যা যেমন- অবসাদ ও উদ্বেগের মিল রয়েছে। তাই যে কোনো মানসিক স্বাস্থ্যের সমস্যা নির্ধারণের সময়ে প্রথমে থাইরয়েডের সমস্যার বিষয়ে জেনে নেওয়া জরুরি।
থাইরয়েড ও মানসিক স্বাস্থ্য সমস্যা কীভাবে যুক্ত
১. হাইপোথাইরয়েডিজমের লক্ষণের সঙ্গে মানসিক অবসাদের মিল রয়েছে। এর ফলে মানসিক বিষণ্নতা, ক্লান্তি, মনঃসংযোগ ব্যাহত হওয়া, সিদ্ধান্তহীনতায় ভোগা, খিদে কমে যাওয়া এবং ওজন বৃদ্ধির মতো সমস্যা হতে দেখা যায়। অন্যদিকে, হাইপারথাইরয়েডিজমের সঙ্গে মানসিক উদ্বেগের লক্ষণগুলোর মিল রয়েছে। যেমন- উচ্চ রক্তচাপের সমস্যা এবং হৃদস্পন্দনের মাত্রা বেড়ে যাওয়া।
২. থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতার ফলে মহিলাদের শরীরে বাহ্যিক পরিবর্তন ঘটে। যেমন- ওজন বৃদ্ধি, মুখমণ্ডলে লোমের পরিমাণের আধিক্য বা চোখের প্রসারণ বা চোখ ঠেলে বেরিয়ে আসা প্রভৃতি, যা আবার দৈহিক ভাবমূর্তিজনিত সমস্যার সৃষ্টি করে।
যদি কারোর অধিকবার হাইপারথাইরয়েডিজমের সমস্যা থাকে তাহলে নিচের লক্ষণগুলো দেখা দিতে পারে।
ডিসফোরিয়া, উদ্বেগ, খিটখিটে ভাব, মনঃসংযোগ ব্যাহত হওয়া, মানসিক বিষণ্নতা, মস্তিষ্ক যথাযথভাবে কাজ না করা, কাজকর্ম করার ক্ষেত্রে অনীহা, আলস্য দেখা দেওয়া।
বিশেষজ্ঞদের মতে, থাইরয়েড সমস্যার চিকিৎসার পরে যেকোনো মানসিক অসুখের চিকিৎসা হওয়া উচিত বা পর্যায়ক্রমে এই দুটি সমস্যার চিকিৎসাই করা উচিত।
লেখক: এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এফসিপিএস (মেডিসিন) এমআরসিপি (ইউকে) মেডিসিন, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতাল, ঢাকা।
কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৪২