স্পোর্টস ডেস্ক : আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা। পাকিস্তান দলে এক পরিবর্তন হয়েছে দল থেকে বাদ পড়লেন দলের ওপেনার ফখর জামান। তার জায়গায় দলে ঢুকেছেন আব্দুল্লাহ শফিক। নিজেদের দ্বিতীয় ম্যাচে শুরুর একাদশে অফফর্মে থাকা ফখর জামানের পরিবর্তে পাকিস্তান দলে এসেছেন আব্দুল্লাহ শফিক।
বিশ্ব আসরে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে বিশ্ব আসর শুরু করা বাবর বাহিনী লংকানদের ওপরও দাপট ধরে রাখতে চায়। পরিসংখ্যানও তাই বলে। এর আগে টপঅর্ডারের ফর্মহীনতা পাকিস্তানের জন্য চিন্তার কারণ হতে পারে। ফখর জামান, বাবর আজম, ইমাম উল হক গত ম্যাচে বড় কোনো স্কোর করতে পারেননি। পাকিস্তানের ক্রিকেট দলের পরিচালক মিকি আর্থার অবশ্য এ নিয়ে চিন্তিত নন।
আজ পাকিস্তান একাদশে পরিবর্তন আসবে কিনা সেটিই বড় প্রশ্ন। ধারণা করা হচ্ছে, আজ ফখর জামানের বদলে আবদুল্লাহ শফিকে দিয়ে ম্যাচ ওপেন করানো হতে পারে। তবে মিটি আর্থার ফখর জামানের পক্ষেই ব্যাট ধরছেন। ‘আমি ফখরের ফর্ম নিয়ে চিন্তিত নই। সে একজন ভালো ব্যাটার। যেকোনো মুহূর্তে বড় স্কোর গড়ে তোলতে পারে’।
আজকের ম্যাচেও সবার নজর থাকবে সউদ শাকিলের দিকে। যিনি গত ম্যাচে ৫২ ম্যাচে ৬৪ রান করেছিলেন। তিনে অধিনায়ক বাবর আজম, চারে রিজওয়ান ও পাঁচে ইফতিখার আহমেদ খেলবেন। দুই অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও নিজেদের সক্ষমতা দেখাতে মরিয়া। বাবর আজও তিন পেসারে আস্থা রাখবেন। তারা হলেন-শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি ও হারিস রউফ।
পাকিস্তান একাদশ
ইমাম-উল-হক, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মাদ নওয়াজ, হাসান আলি, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:১২