স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে কখনো জিততে না পারা পাকিস্তানের জাতীয় দুঃখ। হৃদয় খুঁড়ে বেদনা জাগানোর মতো এমন তীব্র যন্ত্রণা আছে শ্রীলংকারও।
একটু পরেই খেলা শুরু হবে।
প্রথম ম্যাচের পর দুদলের অবস্থান আপাতত দুই মেরুতে। হায়দরাবাদেই নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করা পাকিস্তান রয়েছে ফুরফুরে মেজাজে। আর দিল্লিতে দক্ষিণ আফ্রিকার কাছে ১০২ রানে হারা শ্রীলংকা ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজছে।
টপঅর্ডারের ফর্মহীনতা পাকিস্তানের জন্য চিন্তার কারণ হতে পারে। ফখর জামান, বাবর আজম, ইমাম উল হক গত ম্যাচে বড় কোনো স্কোর করতে পারেননি। পাকিস্তানের ক্রিকেট দলের পরিচালক মিকি আর্থার অবশ্য এ নিয়ে চিন্তিত নন।
আজ পাকিস্তান একাদশে পরিবর্তন আসবে কিনা সেটিই বড় প্রশ্ন।
ধারণা করা হচ্ছে আজ ফখর জামানের বদলে আবদুল্লাহ শফিকে দিয়ে ম্যাচ ওপেন করানো হতে পারে। তবে মিটি আর্থার ফখর জামানের পক্ষেই ব্যাট ধরছেন।
‘আমি ফখরের ফর্ম নিয়ে চিন্তিত নই। সে একজন ভালো ব্যাটার। যেকোনো মুহূর্তে বড় স্কোর গড়ে তোলতে পারে’।
আজকের ম্যাচেও সবার নজর থাকবে সউদ শাকিলের দিকে। যিনি গত ম্যাচে ৫২ ম্যাচে ৬৪ রান করেছিলেন।
তিনে অধিনায়ক বাবর আজম, চারে রিজওয়ান ও পাঁচে ইফতিখার আহমেদ খেলবেন।
দুই অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও নিজেদের সক্ষমতা দেখাতে মরিয়া।
বাবর আজও তিন পেসারে আস্থা রাখবেন। তারা হলেন-শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি ও হারিস রউফ।
অন্যদিকে দুঃসময়ে শ্রীলংকার জন্য প্রেরণা হতে পারে চোট কাটিয়ে স্পিনার মহীশ তিকশানার ফেরা। চোটের দরুন বিশ্বকাপে নেই ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চামিরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিকশানাও না থাকায় শ্রীলংকার বোলিং নখদন্তহীন হয়ে গিয়েছিল। আজ তিকশানা খেলবেন বলে জানিয়েছেন শ্রীলংকার সহকারী কোচ নাভিদ নওয়াজ।
সম্ভাব্য একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ নওয়াজ, সউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, নওয়াজ, আফ্রিদি, হাসান আলি, হারিস রউফ।
কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:০৪