ডেস্ক নিউজ : সুযোগ আছে কি না প্রশ্ন আওয়ামী লীগের কাছে
অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায়ে রেখে নির্বাচনের নিশ্চয়তা একা আওয়ামী লীগ দিতে পারবে না। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার অঙ্গীকার সরকারের রয়েছে। এজন্য নির্বাচন কমিশনকে (ইসি) সরকার সর্বাত্মক সহযোগিতাও করবে। যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিরা এসব কথা বলেছেন।
বিএনপির কাছে জিজ্ঞাসা নির্বাচনী পরিবেশ নিয়ে
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠকে বিএনপি নেতারা জানিয়েছেন, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তার অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। দলটির নেতারা এ-ও বলেছেন, ‘দেশে নির্বাচন পরিস্থিতির কোনো উন্নয়ন হয়নি; বরং আরও অবনতি হয়েছে।’
কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:০০