আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধে গাজায় বৃষ্টির মত বিমান হামলা করছে ইসরায়েলি বাহিনী। এমনকি মঙ্গলবার রাতারাতি ২০০টি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়।
গাজায় তীব্র এ হামলায় মারা যাচ্ছে সেখানে অবস্থিত অসংখ্য ফিলিস্তিনি নাগরিক। আর তাই জীবন বাঁচাতে গাজা ছেড়ে যে কোনো ফিলিস্তিনিকে মিশরে যাওয়ার পরামর্শ দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। খবর বিবিসি।
মঙ্গলবার এক ব্রিফিং এ লেফটেন্যান্ট-কর্নেল রিচার্ড হেচট বলেন, “আমি জানি যে রাফাহ ক্রসিং এখনও খোলা আছে। সেখান দিয়ে যে কেউ বের হতে পারে, আমি তাদের বের হওয়ার পরামর্শ দেব।”
গাজা উপত্যকা এবং মিশরের মধ্যবর্তী সীমান্তে অবস্থিত রাফাহ ক্রসিং হল মিশর ও ফিলিস্তিনের গাজা সীমান্তের একমাত্র ক্রসিং বা পারাপারের স্থান। মূলত এটি ইসরায়েল এবং মিশরের অবরোধ সহ্য করা গাজাবাসীদের জন্য একটি লাইফলাইন। এটি একটি স্থান লোকেরা আনুষ্ঠানিকভাবে গাজা উপত্যকায় প্রবেশ এবং প্রস্থান করতে পারে।
যদিও ২০২১ সাল থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে এই ক্রসিংটি বন্ধ রাখে মিশর সরকার। তবে চলমান সংঘর্ষ শুরুর পর থেকেই বেসামরিক নাগরিকদের নিরাপদে আশ্রয় গ্রহণের জন্য ক্রসিংটি খুলে দেয়া হলেও অবরুদ্ধ গাজাতে ইসরায়েলি ব্যাপক বোমাবর্ষণের কারণে রাফাহ ক্রসিং পুনরায় বন্ধ করে দেয়া হয়।
এর ফলে শুরুতে ফিলিস্তিনিদের মিসরে যাওয়ার পরামর্শ দেয়া হলেও পরে ইসরায়েলি বাহিনী জানায় যে গাজা উপত্যকা এবং মিশরের মধ্যবর্তী সীমান্তে অবস্থিত রাফাহ ক্রসিংটি বর্তমানে বন্ধ রয়েছে।
বর্তমানে এই সীমান্ত নিয়ন্ত্রণ মিসরের হাতে থাকলেও সীমান্ত দিয়ে সন্ত্রাসবাদ, অস্ত্র চোরাচালান এবং অন্যান্য অবৈধ আন্তঃসীমান্ত কার্যকলাপ রোধে একসঙ্গে কাজ করে থাকে মিশর ও ইসরায়েল।
কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৩,/দুপুর ২:২২