আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল যদি আগাম সতর্কতা ঘোষণা না করে গাজা উপত্যকায় বোমা হামলা চালায়, তবে তারা যুদ্ধবন্দিদের হত্যা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সোমবার (১০ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়।
হামাসের সশস্ত্র শাখা ইজেদ্দিন আল-কাসাম বিগ্রেডের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, ‘হুঁশিয়ারি না দিয়ে আমাদের জনগণের ওপর প্রতিবার টার্গেট করা হলে প্রতিবার একজন করে বেসামরিক যুদ্ধবন্দিকে হত্যা করা হবে। তিনি বলেন, ‘শত্রু মানবতার ভাষা, নীতি-নৈতিকতা বোঝে না। তাই তারা যে ভাষা বোঝে, সে ভাষাতেই আমরা কথা বলব।’
হামাস এবং গাজাভিত্তিক আরেক সংগঠন ইসলামিক জিহাদ প্রায় ১৩০ ব্যক্তিকে ইসরাইল থেকে ধরে আনার দাবি করেছে। তারা দাবি করছে, এরা পণবন্দি নয়, বরং যুদ্ধবন্দি। এদের মধ্যে সৈন্য, বেসামরিক নারী, পুরুষ ও প্রবীণ ব্যক্তি রয়েছে।
ইসরাইল জানিয়েছে, তারা গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, তবে ওই হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইতিমধ্যে ফিলিস্তিনে ৭০০ এর বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৩,/দুপুর ২:১৬